Song Details :-
- Song name: Aj Amar Akash Jure
- Singer – Rupankar Bagchi
- Music composer – Ranajoy Bhattacharjee
- Lyrics – Ranajoy Bhattacharjee
Aj Amar Akash Song Lyrics
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
তবু তোমার আকাশ, বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে।
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে,
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি,
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি,
কত দেওয়া নেওয়া বাকি রয়ে গেছে,
হেরে যাওয়াতে ভালোলাগা আছে।
এরা হিসেব করেও দুঃস্বপ্ন দেখে,
প্রেম হাত পাতলেও সরিয়ে রাখে।
আর আমি তোমায় নিয়ে বাঁচি,
আজ তোমায় ভেবেই ভালো আছি।
Also, Read:
- Where to watch Ashke full movie download
- Click here Shu Thayu Movie Download
- Here you can find Sandakozhi 2 full Movie download
- Watch Aadhi Full Movie Download
- vikram vedha full Movie download
- How to get pyaar ka punchnama-2 full movie download
- Find watch viswasam full movie download
- Watch these naarockers full movie downalod