Obak Jole Song Lyrics
ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
ভোলে মন বৃষ্টিপাতের মামদোবাজি,
তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি।
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে,
মন আমার সেলাই মেশিন দেয়াল বোনে।
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে,
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি সেই গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
Also, Read about where to watch Bollywood Movies
- Watch Raazi Full Movie Online
- Watch Simmba Full Movie Online
- Watch Sonchiriya Full Movie Online
- Watch Veere Di Wedding Full Movie Online
- Watch Baadhai Ho Full Movie Online
- Watch Badrinath Ki Dulhania Full Movie Online
- Watch Half GirlFriend Full Movie Online
- Watch Sonu Ke Titu Ki Sweety Full Movie Online
- Watch Dangal Full Movie Online
- Watch Hindi Medium Full Movie Online