Shobai Chup Song Lyrics
আমার হাঁটু জলে,
স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, সবাই চুপ।
আমার হাঁটু জলে,
স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, সবাই চুপ।
আমার কাঁধে রাখা,
জীবন মেঘে ঢাকা,
এ মায়া কার আঁকা,
কি অপরূপ।
সে খুব ভবঘুরে,
সাজায় বহুদুরে,
আলেয়া জুড়ে জুড়ে, আলোর স্তূপ।
আমার হাঁটু জলে,
স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, বাকিরা চুপ।
জামিনী হলো যেই,
কারোর দেখা নেই,
এতো শীতল এই শ্বেত পাথর। – [ ২বার ]
বাতিল নীপবনে,
কে কার কথা শোনে,
তোমার মনে মনে
পাঠাই ভোর।
ঘুমের শিরা কেটে,
বানানো সিলুয়েটে,
নীরবে যায় হেটে
জোনাকি চোখ।
জামিনী হলো যেই,
কারোর দেখা নেই,
এতো শীতল এই শ্বেত পাথর।
আমার হাঁটু জলে,
স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, সবাই চুপ।
আমার হাঁটু জলে,
স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, সময় চুপ।
][ সমাপ্ত ]
Click here to know where to watch :