Somai Ke Boli Song Lyrics – Chowa Movie

Somai Ke Boli Song Lyrics In Bengali

শিরোনামঃ সময় কে বলি
কন্ঠঃ হৃদয় খান/নির্ঝর
সুর ও সংগীতঃ হৃদয় খান
এ্যালবামঃ ছোঁয়া (২০১১)

তারা গুলো জেগে আকাশে
জেগে আছে এ দুটি চোখ,
স্বপ্ন বুনে একা গোপনে
ভুলে গিয়ে যত অভিযোগ।

এক মুঠো প্রেম নিয়ে বারিয়ে দুহাত
বন্ধু হয়ে প্রেম এসেছে,
তোমায় দেখবো বলে নয়ন ভরে
হয়তো তোমায় ভালবেসেছে।।

দেখা হলে হবে
বিনিময়ে কিছু কথা
ভেঙে দিয়ে হৃদয়ের যত নীরবতা।।

তোমায় সাথে নিয়ে যাবো বহুদুর
সঙি হবে পথে ঐ রোদ্দুর।।

সময় কে বলি,আর কত দেরি
হয় নি হয় নি,চেনা বন্ধুর বাড়ী।।(২)

কখনো কবিতা,আর কখনো গানে
বুঝেও না বোঝার শত অভিমানে,

তোমার ছোঁয়ার সাথে লুকোচুরি খেলা
অস্থির ভাবনায় কেটে যায় বেলা।।

সময় কে বলি,আর কত দেরি
হয় নি হয় নি,চেনা বন্ধুর বাড়ী।।(২)

তারা গুলো জেগে আকাশে
জেগে আছে এ দুটি চোখ,
স্বপ্ন বুনে একা গোপনে
ভুলে গিয়ে যত অভিযোগ।

এক মুঠো প্রেম নিয়ে বারিয়ে দুহাত
বন্ধু হয়ে প্রেম এসেছে,
তোমায় দেখবো বলে নয়ন ভরে
হয়তো তোমায় ভালবেসেছে।।

সময় কে বলি,আর কত দেরি
হয় নি হয় নি,চেনা বন্ধুর বাড়ী।।(২)

Click here for the details of :