Ishq Khuda Hai Lyrics
জানি সে রাখে লুকিয়ে লুকিয়ে মন
জানি সে চায় শুধু আমাকে।
তবু সে ভাবে কেন জেনে অকারণ
মনেরা কোলে মাথা রাখে।
দাও বলে দাও, পেলে ঘুম এনে দাও
আর চাঁদ চলে যাক জোছনায়।
যাও বয়ে যাও, হয়ে দখিনা বাতাস
ভাসবো তোমারি দরিয়ায়।
মন, মন যায় হয়ে যায়, এই মন তোমারি
মন, মন যায় কাছে যায়, এই মন তোমারি।
দিনেরা আসে যায়, তোমারি নিরালায়।
হলে ভোর ভাঙে চোখ,
খুঁজে যায় কোথায় না কোথায়।
দাও বলে দাও, পেলে ঘুম এনে দাও
আর চাঁদ চলে যাক জোছনায়।
যাও বয়ে যাও, হয়ে দখিনা বাতাস
ভাসবো তোমারি দরিয়ায়।
মন, মন যায় হয়ে যায়,
এই মন তোমারি।
Also, Read about movie download websites: